মাদারীপুরে কোনোভাবেই থামছেনা খাল দখল

- আপডেট সময় : ০২:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মাদারীপুরে কোনোভাবেই থামছেনা খাল দখল। দুই পাড়ে অবৈধভাবে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। আবার, ভুয়া কাগজ-পত্র বানিয়ে সেই স্থাপনা বিক্রিও করা হচ্ছে। এতে, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে, জেলা প্রশাসন।
এটি মাদারীপুরের কালকিনি উপজেলার কমলাপুর-শশিকর খাল। কমলাপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে এই খাল দখল করে গড়ে উঠেছে বেশকিছু স্থাপনা। এসব স্থাপনা একটি অসাধু চক্র বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। না বুঝে এই ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।
একই অবস্থা রাজৈর-কোটালীপাড়া খালেরও। রাজৈর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কোটালীপাড়া পর্যন্ত খালের দুইপাড়ে গড়ে উঠেছে শত শত দোকান। নতুন নতুন স্থাপনা নির্মানের ফলে কমে গেছে খালের পানি প্রবাহ। বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। দখলের ব্যাপারে প্রশাসনের নিরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা।
খাল দখলের পর স্থাপনা নির্মাণ ও বিক্রির বিষয়টি অকপটে স্বীকারও করে, জড়িতরা। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায়, জেলা প্রশাসন। ২০১৮-১৯ অর্থবছরে ছয় কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে জেলার ১২টি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে এর বেশিরভাগই চলে গেছে দখলদারদের হাতে।