পুলিশের বাধার মুখেই নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পুলিশের বাধার মুখেই নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সকালে জেলার আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হলে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। পুলিশী বাধায় ছত্রভঙ্গ নেতাকর্মীরা পরে শহরের তেবারিয়া এলাকায় গিয়ে সমবেত হয়। সেখানের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। তেবারিয়ায় সমাবেশের প্রস্তুতি নিলে সেখানেও বাধা দেয় পুলিশ। টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।























