পেঁয়াজের সঙ্গে আলুও বিক্রি করবে টিসিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশে করোনা মহামারী যতদিন চলবে, ততদিন সারাদেশে পেঁয়াজের সঙ্গে আলুও বিক্রি করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ -টিসিবি।
এমন ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী জানান, আগামী বুধবার থেকে টিসিবি সারাদেশে ২৫ টাকা কেজিদরে আলু বিক্রি করতে যাচ্ছে। তিনি জানান, টিসিবির নির্ধারিত ডিলারগণ বর্তমানে পেঁয়াজ, তেল, ডাল ও চিনি বিক্রি করছে। সারাদেশে আলুর দামে অস্থিরতা সৃষ্টি হলে, বিষয়টি নিয়ে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকশেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে যারা নির্ধারিত দামে আলু বিক্রি করবে না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।