রংপুরে পিআইবির উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক তিন দিনের কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
রংপুরে পিআইবির উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। সকালে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এ সময় পিআইবির মহাপরিচালক বলেন, এখন মিডিয়া মানে চ্যালেঞ্জ, টিকে থাকার লড়াই। করোনা দুর্যোগে আমরা মিডিয়ায় ব্যাপক পরিবর্তন দেখছি। তিনি বলেন, একজন সাংবাদিকের জন্য বড় প্রয়োজন অনুসন্ধানী সাংবাদিকতা। অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়েই একজন সাংবাদিক পৌছাতে পারে সর্বোচ্চ শিখরে। তিনি বলেন মফস্বল শহরগুলোতে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে সংবাদ কর্মীদের। বিভিন্ন গণমাধ্যমে ৩০ জন সংবাদকর্মী এই কর্মশালায় অংশ নেয়।




















