সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাদ যোহর নগরীর গঙ্গাদাস গুহ রোডে নিজ বাসভবনের সামনে প্রথম জানাজা হয়। এর আগে সকালে তার মরদেহ ময়মনসিংহে আনার সময় নগরীর বাইপাস মোড়ে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মরদেহ তার বাসভবনে নিয়ে আসে। পূর্ব ঘোষিত আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সড়কে দাঁড়িয়ে জানাজার পড়েন। জানাজাশেষে মরদেহ গ্রামের বাড়ী মুক্তাগাছায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।