মুজিব শতবর্ষ উপলক্ষে বকশীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বকশীগঞ্জ ভকেশনাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুমসহ অন্যরা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে পূণরায় কমিটি ঘোষণার দাবি জানান।