দুর্বৃত্তদের হামলায় নিহত গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। এ সময় আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বিষয়টা নিশ্চিত করে জানান, হামলায় জড়িতের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। গেলো রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে শুভ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই শুভ্রের মৃত্যু হয়।
এদিকে, পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা। উপজেলার ধানুয়াঘাটা হাট থেকে আটঘরিয়া উপজেলার যাত্রাপুরে ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম মকবুল ঘটনাস্থলেই মারা যান।সাথে থাকা আলমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।