ইন্টারনেট ও ক্যাবল ডিস সেবা বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব

- আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইন্টারনেট ও ক্যাবল ডিস সেবা বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব। রাতে নেয়া এই সিদ্ধান্তের পর স্বস্তিতে আছেন সাধারণ ভোক্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট মহল। সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাসে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
একই সঙ্গে সমাধানের উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলগুলোর প্রতি ধন্যবাদ জানাচ্ছেন গ্রাহকরা। ঝুলন্ত তার অপসারণে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই ঢাকার দুই সিটি কর্পোরেশনের তার কেটে ফেলার প্রতিবাদে আজ থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ইন্টারনেট এবং ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি দিয়েছিল আইএসপিএবি এবং কোয়াব। ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এবং ডিশ ক্যাবল সংযোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোয়াবের এমন সিদ্ধান্তে জনমনে বেশ উদ্বেগ ও আতঙ্কের সঞ্চার হয়। তবে গতকাল শনিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযো মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক জরুরি অনলাইন সভায় অস্থায়ীভাবে এই সমস্যার সমাধান টানা হয়। এদিকে, রাজধানীতে ঝুলন্ত তার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে আজ নগরভবনে বৈঠকে বসছে আইএসপিএবি ও কোয়াব।