ঢাকা ও নওগাঁতে উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

- আপডেট সময় : ০৭:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আনুষ্ঠানিক কোন অভিযোগ না আসায় ঢাকা ও নওগাঁতে উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কমের বিষয়ে তিনটি পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। সিইসি বলেন, করোনা কালীন সময়, স্বল্প মেয়াদ ও সরকার পরিবর্তনের মতো বড় কোন বিষয় না থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে নির্বাচনের প্রতিটি ধাপে যথেষ্ট সুরক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলেও জানান কে এম নুরুল হুদা।
ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনের উপনির্বাচন শেষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় তিনি দাবী করেন ইসির কাছে আনুষ্ঠানিক কোন অভিযোগ না থাকায় নির্বাচন হয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন, সেই পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি।
করোনাকালীন সময়ে হওয়া এই ভোটের প্রতিটি ধাপে সুরক্ষা পদ্ধতির গ্রহণের কথাও জানান সিইসি।
দু একটি কেন্দ্রে অপ্রিতিকর ঘটনা ঘটলেও ইসির তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেও দাবী করেন কে এম নুরুল হুদা।