টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিক যুগলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা রাজাফৈর এলাকায় শাহজাহান মিয়ার সাথে একই এলাকার গৃহবধু আলেয়া বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় তারা ৪২ দিন অন্যত্র অবস্থানের পর গত বুধবার শাহজানের বাড়ি চলে আসে। তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার সকালে শাহজাহানের গোয়াল ঘরে ওই প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কালিহাতী থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে ।


















