মুশফিকের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি নাজমুল একাদশকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মুশফিকের সেঞ্চুরিও বাঁচাতে পারেনি নাজমুল একাদশকে। বিসিবি প্রেসিডেন্টস কাপের বৃষ্টিবিঘ্নিত ৩য় ম্যাচে তামিম একাদশের কাছে ৪২ রানে হেরেছে শান্তর দল। ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়েছে শান্তরা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলয়ী ১৪ রানে ফেরেন তামিম একদাশ ওপেনার তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিমের সঙ্গী হয়ে এনামুল হক বিজয়ও টিকতে পারেননি। ব্যক্তিগত ১২ রানে তাসকিনের শিকার হন। নাঈম হাসান পরপর দুই ওভারে ফেরান মোহাম্মদ মিথুন ও তামিম ইকবালকে। অধিনায়ক তামিম করেছেন ৩৩ রান। শেষ দিকে শেখ মেহেদীর ৫৭ বলে ঝড়ো ৮২ রানে ৯ উইকেটে ২২১ রান তোলে তামিম একাদশ। তিন উইকেট নিয়েছেন আল আমিন। জবাব দিতে নেমে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের বোলিং তান্ডবে ২৬ বল হাতে রেখে আলআউট হয় নাজমুল একাদশ। শরিফুল চার ও মোস্তাফিজ নেন তিন উইকেট।



















