সৌদি আরবও ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে : মাইক পম্পেও

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সৌদি আরবও ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে বলে আশা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকতার জন্য আগস্টে স্বাক্ষরিত বিতর্কিত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ওই অঞ্চলটিতে কূটনীতিতে অংশ নেয়ার জন্য সৌদি আরবকে আহ্বান জানান। আলোচনায় পম্পেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তেহরানকে এই অঞ্চলে খারাপ একটি শক্তি হিসেবেও আখ্যায়িত করেন তিনি।