কক্সবাজারে র্যাবের গুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে র্যাবের গুলিতে রোহিঙ্গা ডাকাত ও বগুড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে রেবে সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রশিদ উল্লাহ নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। ভোরে টেকনাফের সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র্যাবের একটি দল অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেরে গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।এতে ডাকাত রশিদ উল্লাহ নিহত হয়। এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।





















