সিরাজগঞ্জের আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল বাছেদ
																
								
							
                                - আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
 - / ১৬১৬ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জের কাজিপুরে আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল বাছেদ নামের এক ব্যক্তি।
স্থাণীয়সূত্রে জানা যায়, আপন চাচাত ভাই আবু শাহীনের সাথে আব্দুল বাছেদের পারিবারিক কোন্দল ছিলো। এরই জের ধরে নিজ বাড়িতে রবিবার দুপুর দেড়টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আবু শাহীন হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুল বাছেদের গলায় কোপ মারে। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে যান বাছেদ। এসময় প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বেলা দুইটার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আনিকা নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার শাহেদল গলাচিপা গ্রামের আবু সাইদের ছেলে সিরাজ মিয়ার সাথে একই নূর ইসলামের বিরোধ ছিলো ও উসমানের জমি নিয়ে বিরোধ ছিল। রবিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিস্পত্তির জন্য গলাচিপা বাজারে সামাজিক শালিস বাসার কথা ছিল। সকাল ৮টার দিকে নানাবাড়িতে বেড়াতে আসা পাশ্ববর্তি বীরপাইকশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নূরিয়া নাজাত আনিকা নানা ওসমানের বাড়ির সামনে খেলা করছিল। পাশের বাড়ির এক শিশুর সাথে আনিকার কথা কাটাকাটি হয়। এ সময় সিরাজ মিয়া একটি ধারালো দা নিয়ে শিশু আনিকা ও ওসমানের ৮ বছরের শিশু মিথিকে কুপিয়ে গুরুতর আহত করে।
																			
																		















