করোনা ভাইরাসের চিকিৎসায় কুয়েত মৈত্রী হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে

- আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের চিকিৎসায় কুয়েত মৈত্রী হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশের সব সরকারি হাসপাতালে আলাদা ইউনিট খোলা হয়েছে বলেও জানান তিনি।দুপুরে মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রবাসী বাংলাদেশীদের আগামী শনিবার থেকে করনা টেস্টের সার্টিফিকেট দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। রাজধানীর একটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।
শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করাতে আইইডিসিআরের সামনে, ভিড় করেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, করোনা ভাইরাসমুক্ত সার্টিফিকেট না পেলে, তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আগামী শনিবার থেকে প্রবাসীদের করোনার টেস্ট করা হবে; দেয়া হবে সার্টিফিকেট। এদিকে, আইইডিসিআর নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক জানান, উপসর্গ না থাকলে, এখান থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করবেন না তারা। করোনার চিকিৎসায় কুয়েত মৈত্রী হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত রাখার কথা জানান তিনি। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা সংক্রান্ত ১০৫টি পরীক্ষা করা হলেও করোনাভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান ডা.মীরজাদী সেব্রিনা ফ্রোরা।