বাখরাবাদ গ্যাস সিস্টেমের আওতাধীন ফেনী জেলায় চলছে গ্যাস লুটপাটের মহোৎসব

- আপডেট সময় : ০২:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ২০১৪ বার পড়া হয়েছে
বাখরাবাদ গ্যাস সিস্টেমের আওতাধীন ফেনী জেলায় চলছে গ্যাস লুটপাটের মহোৎসব। গ্যাসের চাপ না থাকলেও গ্রাহকদের একদিকে বিল দিতে দিচ্ছে। অন্যদিকে, সিলিন্ডারের গ্যাস কিনে করতে হচ্ছে রান্না। কিছু ঠিকাদার ও অসাধু কর্মকর্তারা চুক্তির মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। তারা ভুয়া চাহিদাপত্র ও কার্যাদেশ তৈরী করে প্রতিনিয়ত দিচ্ছে অবৈধ সংযোগ। আর অপরকিল্পতিভাবে এসব সংযোগ দেয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে; তেমনি লাইনে থাকছে না গ্যাসের চাপ। এতে তীব্র গ্যাস সংকটে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
২০১৬ সাল থেকে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে নতুন গ্যাস সংযোগ। তবুও ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় ঠিকাদার ও অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে চোরাই পথে দেয়া হচ্ছে অবৈধ সংযোগ। এভাবে জেলার প্রায় ৫০ ভাগই রয়েছে অবৈধ সংযোগ। হাজারো আবেদন অফিসে বছরের পর বছর ঝুঁলে থাকলেও তাদের দেয়া হচ্ছে না সংযোগ। অথচ ভুয়া রশিদের মাধ্যমে নতুন সংযোগ দিয়ে এলাকা ভাগ করে ফিটাররা উত্তোলন করছে কোটি টাকা। আর, গ্যাসের চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বৈধ গ্রাহকদের।
অসাধু ঠিকাদারদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কবে নাগাদ গ্যাস সংকটের অবসান হবে, তার কোনো সমাধান দিতে পারেনি ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।