মৌসুমে কৃষকের কথা বিবেচনা করে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা প্রয়োজন: কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৭০০ বার পড়া হয়েছে
মৌসুমে কৃষকের কথা বিবেচনা করে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, দেশি পেঁয়াজ আসা শুরু হলে বাজার নিয়ন্ত্রণে আসবে।
ধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রী বলেন, ফাল্গুন মাসেও শিলা বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি হয়েছে। এরপরও এ বছর ভালো পেঁয়াজ উৎপাদন হবে।দেশি পেঁয়াজ আর ১৫ থেকে ২০ দিন পর উত্তোলন হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাজারে নতুন পেঁয়াজ এলে আগামী ১৫ দিনের মধ্যেই দাম কমবে। এ বছর অনেক এলাকায় পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। এছাড়া, উদ্ভাবন করা হয়েছে নতুন জাতের পেঁয়াজ।