৭৫ এর মতো এখনও যড়যন্ত্র চলছে : ড. এ কে আবদুল মোমেন

- আপডেট সময় : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
৭৫ এর মতো এখনও যড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমীতে জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাকারীদের মরনোত্তর বিচারের মুখোমুখি করার দাবি জানান পরিবারের সদস্য শেখ কবির হোসেন।আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরে সর্বাত্মক চেষ্টা চলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমীতে সকালে আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সভাপতির বক্তব্যে ড. এ কে আবদুল মোমেন বলেন, ৭৫ এর মতো এখনও সড়যন্ত্র চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ কবির হোসেন। স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময় নিয়ে। এ সময় তিনি বঙ্গবন্ধুর খুনের পরিকল্পনায় জড়িত জিয়া মোস্তাকদের মরনোত্তর বিচার দাবি করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে।
ঘাতকের নির্মম বুলেট বঙ্গবন্ধুকে হত্যা না করলে আজ বিশ্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করতো বলে মনে করেন বক্তারা।