টিকটক ভিডিও করার সময় মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ কিশোর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে টিকটক ভিডিও করার সময় মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ কিশোর মোঃ রাসেলের ভাসমান মরদেহ ৩২ ঘন্টা পর মালিপাথর সংলগ্ন নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
নিহতের পরিবার জানায়, গেল শনিবার দুপুরে তিন বন্ধু সোহাগ, নাইম, হামিমের সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় রাসেল। মুক্তারপুর সেতুতে পৌঁছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এসময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় রাসেল। মুন্সীগঞ্জ ফায়ারসার্ভিস ও ডুবরি দলের উদ্ধার অভিযানে সেদিন তল্লাশি চালালেও খোঁজ মেলেনি রাসেলের। মুক্তারপর নৌ-পুলিশ ফাঁড়ির ওসি লুৎফর রহমান জানান, ৩২ ঘন্টা পর মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে ১০০মিটার দূর থেকে রাসেলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।




















