ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় ১৫ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
অতিরিক্ত গাড়ির চাপ ও ছোটখাটো দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় ১৫ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবার আশা পুলিশের। পুলিশ জানায়, রাত ৩টার পর থেকে মহাসড়কে মালবাহী গাড়ির চাপ বেড়ে যায়। এরপর এলোমেলো ভাবে গাড়ি চালানো ও ছোটখাটো দু-একটি দুর্ঘটনার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আশরাফুল আলম বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে।বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।