চার মাস পর আবারও করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চার মাস পর আবারও করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৭৪।
একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। আগের দিন দু’জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের।
এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী। এ দিন ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে সরকারি-বেসরকারি ল্যাবগুলোতে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। চিকিৎসকরা জানান, বিশ্বব্যাপী করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। দেশে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ না করলে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।
সারাবিশ্বের সাথে বাংলাদেশেও শুরু হয়েছে করোনার চতুর্থ ঢেউ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মারা গেছেন ১২ জন। গত চার মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, দেশে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ না করলে করোনার চতুর্থ ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮৫ জন। উপসর্গ নিয়ে যতজনের করোনা পরীক্ষা হচ্ছে, তার একশ’ জনের মধ্যে ১৭ জনই করোনায় আক্রান্ত। করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।
বিশেষজ্ঞরা মনে করেন, এখনই সচেতন না হলে, এর ভয়াবহতা শিগগিরই আরও বেড়ে যাবে।
এভাবে হঠাৎ সংক্রমণ বাড়ায় টিকার মান নিয়েও উঠেছে প্রশ্ন।
বিশেষজ্ঞরা বলছেন, টিকার মাধ্যমে দেহে প্রতিরোধ ক্ষমতা কতদিন স্থায়ী হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন।
এমন পরিস্থিতিতে দেশের সব মানুষকে বাইরে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের।





















