সাকরাইন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশঃ তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
পৌষ সংক্রান্তিতে সাকরাইন বা ঘুড়ি উৎসবকে পুরনো ঢাকার পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ উল্লেখ করে আবহমান বাংলার এসব সংস্কৃতি চর্চার মাধ্যমে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে পুরনো ঢাকার গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে ঢাকা ফোরাম আয়োজিত ঘুড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। দেশীয় বিভিন্ন উৎসবে বাংলা গানের পরিবর্তে লজ্জাজনকভাবে হিন্দি গান বাজানো হয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন এগুলো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি প্রচণ্ড আঘাত। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ফোরামের নেতৃবৃন্দ।





















