৯২ জনকে কুমিল্লায় এবং ১১ জনকে গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশ থেকে আগত ৯২ জনকে কুমিল্লায় এবং ১১ জনকে গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, গোপালগঞ্জে গত ৪৮ ঘন্টায় বিদেশ ফেরত ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, খোঁজ খবর নেয়ার পর শনিবার সন্ধ্যায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তারা সবাই ইতালি, চীন, সিংগাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে এসেছেন।
















