৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজার উখিয়ার সাগরপথে পাচারের সময় ৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে রেব। যার আনুমানিক মুল্য ৪০ কোটি টাকা।
ভোরে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভে পাটুয়ার টেক ব্রিজের পশ্চিমে সমুদ্র এলাকা থেকে ইয়াবাসহ জামাল উদ্দিনকে আটক করা হয়। রেব জানায়, মিয়ানমার হয়ে সাগর পথে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশের খবরে রাতভর অভিযান চালানো হয়। এসময় পলাতক আসামী নূর হাফেজসহ অজ্ঞাত আরো ৫-৬ জন রোহিঙ্গা ট্রলারযোগে পালিয়ে গেলেও জামাল উদ্দিনকে আটক করা হয়। পরে আসামীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা জব্দ করা হয়েছে। জামাল উদ্দিন টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
























