৮ বছর পর জিম্বাবুয়েতে টাইগাররা

- আপডেট সময় : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৮ বছর পর জিম্বাবুয়েতে গেছে টাইগাররা। এক ম্যাচের টেস্ট দিয়ে শুরু সিরিজ। জিম্বাবুয়েতে প্রথম ধাপের করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। আজ থেকেই অনুশীলনে নামবে টাইগাররা। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ছুটি শেষে জিম্বাবুয়েতে সাকিব আল হাসান।
৭ জুলাই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রস্তুতির সুযোগ পাবে ডমিঙ্গোর দল। ৩ ও ৪ জুলাই স্থানীয় দলের বিপক্ষে একটি দু’দিনের অনুশীলন ম্যাচ খেলার কথা সফররতদের। ১৬, ১৮ ও ২০ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে আফ্রিকার দেশটিতে পৌঁছানোর পর এক দফা হয়েছে কোভিড টেস্ট। সুখবর হচ্ছে, প্রথম ধাপে সফরে যাওয়া ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। নতুন স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কান রঙ্গনা হেরাথ ও দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সের ফলাফলও নেগেটিভ। অতিথিদের হাসিমুখ মলিন করে দিতে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা।