৮ দফা দাবিতে খুলনায় ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নির্মাণ সামগ্রীর দাম কমানো, নতুন টেন্ডার আহবান, চলমান কাজের বাজারদর সমন্বয়সহ ৮ দফা দাবিতে খুলনায় ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনার সব সংস্থার ঠিকাদাররা এ মানববন্ধন করে। এসময় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন কর্মকান্ডের অনেক প্রকল্প চলমান রয়েছে। সেসব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে হলে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তা না হলে কাজের গুণগত মান ঠিক থাকবে ন। এ সব কাজ শেষ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। আগামী ১ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর খুলনার সব সংস্থার ঠিকাদাররা স্মারকলিপি দেবে বলে মানবব্ধনে জানানো হয়।