৮৯০ কোটি টাকার বাজেট ঘোষণা রংপুর সিটি কর্পোরেশনের

- আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের ৮৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রংপুর সিটি কর্পোরেশন। প্রস্তাবিত বাজেট গত বছরের চেয়ে ১২৪ কোটি টাকা কম।তবে, বাস্তবায়নযোগ্য বলে মনে করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় সিটি মেয়র জানান, স্বাস্থ্য খাত ও নগরীর শ্যামাসুন্দরী খাল খনন, সৌন্দর্য বর্ধন ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ৮’শ ৮৯কোটি ৫৫লাখ তিন হাজার ৫’শ ৫৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র আরো জানান, গেল বছর বাজেটের ৭৬শতাংশ বাস্তবায়ন হলেও, এবার পুরোটাই হবে।
সরকারের বিশেষ প্রকল্পগুলো পাওয়া গেলে বাজেট বাস্তবায়ন হবে বলে মনে করেন, বিশেষজ্ঞরা।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।