৮টি জেনারেটরের ৬টি বিকল, ২৫ দিন যাবত অন্ধকারে দ্বীপ উপজেলা হাতিয়া

- আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ২৫ দিন যাবত অন্ধকারে। ৮টি জেনারেটর এর মধ্যে ৬টি বিকল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে এখানকার মানুষ। সন্ধ্যার পরই জনশূন্য হয়ে পড়ে এখানকার হাট-বাজার। বন্ধ হয়ে গেছে সব ধরনের উৎপাদন। এমন অচলাবস্থার জন্য বিদ্যুৎ বিভাগের অবহেলা আর দূর্ণীতিকে দুষছেন এখানকার বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ উৎপাদনে যেতে সময় লাগবে আরও ১০ থেকে ১২ দিন।
দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ এক উপজেলা, হাতিয়া। স্বাধীনতার আগে ৫টি জেনারেটর ইঞ্জিন দিয়ে চালু হয় হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম। বিভিন্ন সময় মেরামত করে করে চালু রাখা এ ৫টি ইঞ্জিন ৩ বছর আগে বিকল। ২০১৮ সালে নতুন করে ৩টি ইঞ্জিন সংযোজন করে সচলের চেষ্টা করা হয়। সবশেষ ৩১ অক্টোবর অধিক ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। সেই থেকে দ্বীপটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিতরণ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে সেখানকার বাসিন্দারা
বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মকর্তা জানান, ইঞ্জিন মেরামতের কাজ চলছে। বিদ্যুৎ উৎপাদনে যেতে সময় লাগবে আরও ১২ থেকে ১৫ দিন।
সিংক: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী, হাতিয়া বিদ্যুৎ সরবরাহ বিভাগ বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে সব ধরনের উৎপাদন। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। সন্ধ্যার পরই বন্ধ হয়ে যাচ্ছে হাট-বাজার। বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনে বেড়ে যাচ্ছে ব্যবসায়িক খরচ। হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রতি ৫ হাজার ঘন্টা চলার পর সার্ভিসিং না করায় সম্পূর্ণ বিকল হয়ে পড়ে জেনারেটর। অনেকে আবার ইঞ্জিন ক্রয়ে দুর্নীতিকে দুষছেন। অনেক পদ খালি পড়ে আছে।
এ দ্বীপের মানুষের জীবন-জীবিকা অনেকাংশে বিদ্যুতের উপরেই নির্ভরশীল