৭ মার্চ দেশের সব থানায় একযোগে আনন্দ উৎসব উদযাপন করবে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার সুপারিশ প্রাপ্তিতে ৭ মার্চ দেশের সব থানায় একযোগে আনন্দ উৎসব উদযাপন করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।
সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে গণমাধ্যমকে বিষয়টি সংবাদ জানান তিনি। এতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এ আনন্দ উদযাপন করতে পুলিশকে নির্দেশ দেন। করোনা মহামারিতে যখন বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে গেছে, আর বাংলাদেশ উন্নয়নশীল দেশের সুপারিশ প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পুলিশ মহাপরিদর্শক। দারিদ্রকে জাদুঘরে পাঠানোর সময় হয়েছে উল্লেখ করে৷ তিনি আরো বলেন, নতুন প্রজন্মের সদস্যরা দারিদ্রের কোন ছোঁয়া পাচ্ছে না।