৭ উড়াল সড়কে যানচলাচল উন্মুক্ত

- আপডেট সময় : ০৪:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৬৫২ বার পড়া হয়েছে
এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে দাবি করেছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটি গাজীপুর থেকে এয়ারপোর্ট প্রকল্প অনেক চ্যালেঞ্জিং ছিল, দীর্ঘ সময় লাগলেও বেশিরভাগ কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
সকালে সচিবালয়ে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রকল্পের ৭টি ফ্লাইওভার যানচলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে একথা বলেন সেতুমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯১ শতাংশ। ডিসেম্বর নাগাদ অবশিষ্ট কাজ শেষ হবে এবং বিআরটি করিডোরে বাস চলাচল করবে। আর্টিপুলেট র্যাপিড ট্রানজিট বাসের গুণাগুণ পরীক্ষা করে আমদানি এবং চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
৫টি মেগা প্রজেক্টের মধ্যে একটি বিলম্ব হয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, প্রজেক্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফলতি ছিল। তবে দ্রুত এই প্রজেক্টের কাজ শেষ হবে। সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জনকে ধ্বংস করতে চায় বিএনপি। এটি বাস্তবসম্মত নয়। বিএনপি নেতারা একেকজন একেক কথা বলেন। গুরুত্বপূর্ণ হল, বিএনপি মহাসচিব ফখরুল কি বললেন? লন্ডনের কথা শুনলে তো সবার সুর এক হত, ভিন্ন না।