৭৫’র পরবর্তী সময়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে সামরিক শাসকরা : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধা অন্বেষণের মাধ্যমে বেরিয়ে আসবে অনেক সুপ্ত প্রতিভা, যা মেধা বিকাশের পাশাপাশি কাজে লাগবে দেশের ভবিষ্যত উন্নয়নে। তিনি বলেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে নতুন প্রজন্মের মেধাবীদেরকেই তৈরি হতে হবে। ৭৫’র পর সামরিক শাসকরা দেশের শিক্ষার পরিবেশ নষ্ট করেছিলো বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা পরবর্তী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বঙ্গবন্ধুর বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৭৫-এর পর তা নষ্ট করেছে সামরিক শাসকরা।
সরকার মেধাবিদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে জানিয়ে, বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
ভবিষ্যতে দেশ গড়ার কাজে সৃজনশীল মেধাবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, এমন প্রত্যাশার কথা জানান সরকার প্রধান।
দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার পাশাপাশি বিজয়ী জাতি হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে চলতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।