৭১ বছর বয়সে মারা গেলেন আটলেটিকো মাদ্রিদের সাবেক কোচ রাদোমির আনতিক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
৭১ বছর বয়সে মারা গেলেন আটলেটিকো মাদ্রিদের সাবেক কোচ রাদোমির আনতিক। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে হার মানেন এই লিজেন্ডারি কোচ। স্পেনের মাদ্রিদের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর আটলেটিকো মাদ্রিদের কোচিং করানো একমাত্র ব্যক্তি তিনি। রিয়াল ও বার্সায় এক মৌসুম করে থাকলেও একাধিক মৌসুম কাটিয়েছেন আটলেটিকোর হয়ে। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রোজি ব্লাঙ্কোদের দায়িত্বে ছিলেন রাদোমির। এই সময়টায় কোপা দেল রে ও লিগ শিরোপা জিতেছিল আটলেটিকো মাদ্রিদ। ২০০৮ সালে দায়িত্ব নেন নিজ দেশ সার্বিয়ার। তাতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে কোয়ালিফাই করে সার্বিয়া। অংশ নেয় ২০১০ বিশ্বকাপে। সবশেষ ২০১৫ সালে চাইনিজ ক্লাব হুবেই ফরচুনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন রাদোমির আনতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছে প্রত্যেকটা ক্লাব।