৭১’র এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জের কামারখন্দ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা
- আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আজ ১৩’ডিসেম্বর। ৭১’র এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জের কামারখন্দ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। ১৯৭১ সনের এই দিনে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণের মুখে রাতের আঁধারে মানিকগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পাক হানাদার বাহিনী। মুক্ত হয়েছিল মানিকগঞ্জের প্রতিটি জনপদ।
দেশের অন্যান্য স্থানের মত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাতেও ১৯৭১ সালের এই দিনে এলাকার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলদেশের পতাকা উত্তোলন করে। আজ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে সকালে স্থানীয় স্মৃতি শৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বের হয় আনন্দ রেলী। আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিলের।
………….
১৯৭১ সালের রাজধানী ঢাকার কোলঘেঁষা নারায়ণগঞ্জের উপজেলা রূপগঞ্জ হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর হানাদার মুক্ত হয় এই উপজেলা। আগের দিন রাতে কুমিল্লার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পরদিন দুপুর পর্যন্ত সম্মুখযুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা হওয়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। ৯ মাসের এ যুদ্ধে রূপগঞ্জে ১১ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
……….
মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণের মুখে রাতের আঁধারে মানিকগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। মুক্ত হয়েছিল মানিকগঞ্জের প্রতিটি জনপদ। লাল-সবুজ পতাকা উড়েছিল মানিকগঞ্জের বিভিন্ন স্থানে। ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ জেলাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এই দিনটিতে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।



















