৭০ লাখ নতুন ভোটার সংযুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

- আপডেট সময় : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রায় ৭০ লাখ নতুন ভোটার সংযুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মৃত্যুসহ বিভিন্ন কারণে প্রায় ১৪ লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার এখন ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নতুন ভোটারের এই তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এসময়, ভোটার তালিকায় রোহিঙ্গা বা বিদেশি নাগরিক যেন যুক্ত না হতে পারে, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।
২ মার্চকে গত বছর থেকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে আসছে নির্বাচন কমিশন। ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব শিরোনামে, নানা আয়োজনে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সোমবর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আর প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।
আলোচনায় আরেক নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেন,নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকা গণতন্ত্রের জন্য অশোনি সংকেত। রোহিঙ্গাসহ বিদেশি নাগারিক যেন ভোটার তালিকায় যুক্ত হতে না পারে তা নিশ্চিত করে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী ্অ্যাডভোকেট আনিসুল হক । এর আগে দিবসটি উপলক্ষে সকালে, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শোভাযাত্রায় আয়োজন করে নির্বাচন কমিশন।