৬ জেলায় নতুন করে ২০১ জন করোনা শনাক্ত আক্রান্ত

- আপডেট সময় : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১৬১ জন, নেত্রকোনায় ২২ জন, মানিকগঞ্জে ৬ জন, পাবনায় ৫ জন, দিনাজপুরে ৬ জন ও ময়মনসিংহে নতুন করে একজন আক্রান্ত হয়েছে।
চট্টগ্রামে নতুন করে আরো ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় জেলা দায়রা জজ, ম্যাজিস্ট্রেট, ৮ ব্যাংক কর্মকর্তাসহ ২২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১ শ ৯৯ জন করোনা আক্রান্ত হলেন । এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় চিকিৎসকসহ ৬ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মানিকগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৬৮ জনে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, মিডওয়াইফ ও আয়াসহ ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০ জন এ উপজেলায় করোনা আক্রান্ত হলেন।
পাবনায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জনে দাড়ালো বলে জানিয়েছে সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় আরো ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে মোট করোনায় আক্রান্ত হলেন ১২০ জন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে গফরগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতার করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৩৫০ জনের করোনা শনাক্ত হলো।