৫-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

- আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দারুণ এক জয়ে ইউরোপা লিগের শেষ আটে নিজেদের এগিয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। অস্ট্রেলিয়ান ক্লাব লাস্ককে ৫-০ গোলে বিধ্বস্ত করে রেড ডেভিলরা।
বৃহস্পতিবার মাঠে নেমে প্রভাব বিস্তার করে খেলতে থাকে ওলে গানার সুলশারের শিষ্যরা। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২৮তম মিনিটে গুডিয়ন ইঘালোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি লাস্ক। বিরতির পর ম্যানচেস্টারকে উল্টো ভয় ধরিয়ে দেয় ক্লাবটি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে ড্যানিয়েল জেমসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। এরপর ৮২তম মিনিটে ব্যবধান আরো বাড়ান হুয়ান মাতা। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে আরো দুই গোল হজম করতে হয় লাস্ককে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ম্যাসন গ্রিনউড এবং তৃতীয় মিনিটে আন্দ্রেস পেরেরা গোল করেন। ফলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।