৫ শতাধিক মানুষের মধ্যে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করেছে “নগরতারা ফাউন্ডেশন”

- আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দরিদ্র অসহায় ৫ শতাধিক মানুষের মধ্যে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন- “নগরতারা ফাউন্ডেশন”। সংগঠনের পক্ষ থেকে দুই অসহায় শিক্ষার্থীকে আর্থিক অনুদানও দেয়া হয়েছে।
সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার নগরীর জিইসি মোড়ের জিইসি প্যালেস রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগরতারা ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন ও জাহেদুল আলম বাপ্পি। এসময় মুরাদ আহমেদ শাওন’কে সভাপতি ও ইয়াছিন আরাফাত’কে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।এসময় ৪৬ উপকারভোগীদের মাঝে ২৪ লাখ ৩৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।