৫ বছরেও শেষ হয়নি গাইবান্ধার পেট্রোল বোমা মেরে হত্যা মামলার বিচার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
৫ বছরেও শেষ হয়নি গাইবান্ধার তুলশীঘাটে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রী হত্যা মামলার । বিচারের এ দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ নিহতের স্বজন, আহত ও এলাকাবাসী। ৫ আসামীর মৃত্যুর কারণে বিচারের এ দীর্ঘসূত্রিতায় সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত বিচার কাজ শেষ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ৫ আসামীর মৃত্যুর কারণে মামলাটি বিলম্বিত হয়েছে জানিয়ে মামলার বিচার দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে হরতাল-অবরোধের সময় পুলিশ প্রহরায় সুন্দরগঞ্জের পাচপীর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাফু পরিবহনের গাড়িটিতে পেট্রোল বোমার আগুনে ঘটনাস্থলেই মারা যায় শিশু নারী সহ ৪ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। আগুনে পুড়ে আহত হয় আরও ৩৫ জন যাত্রী। এদিকে এ ঘটনায় ৫ বছরেও বিচার না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা।