৫ জেলার স্কুল-কলেজ আবার বন্ধ

- আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৯৩০ বার পড়া হয়েছে
সারাদেশে গরমের দাপট অব্যাহত থাকায় হাঁসফাঁস করছে মানুষ। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রোববার সিলেটে ১৬ মিলিমিটার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এতে সিলেট বিভাগে গরমের তেজ কিছুটা কমেছে।
চট্টগ্রাম বিভাগেও গরমের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে ঢাকা বিভাগসহ দেশের বেশিরভাগ অঞ্চলে এখনো তাপপ্রবাহ চলছেই। প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ও আগামীকাল গরমের এই দাপট অব্যাহত থাকবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৯ ডিগ্রি। রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, কুষ্টিয়া, খুলনা, পাবনা, ঈশ্বরদী, নওগাঁ, নীলফামারী, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪০ ডিগ্রি ও এর ওপরে। প্রচণ্ড গরমে সারাদেশে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের সড়কগুলো। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।