খুলনায় জুট মিলস ও খামারের কারণে ৫ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি
- আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
খুলনায় একটি জুট মিলস ও খামারের কারণে ৫ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় চরম বিপাকে পড়েছে তারা। এলাকাবাসীর অভিযোগ,আইয়ান জুট মিলস ও ফাইভ স্টার নামে প্রতিষ্ঠানের খামারের কারণে এলাকাবাসী এই ভোগান্তিতে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন,পানির নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনার ফুলতলা উপজেলায় অপরিকল্পিত ভাবে বিলের বালু দিয়ে জলাশয় ভরাট করে গরুর ফার্ম ও জুট মিল নির্মান করায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ।গ্রামগুলোর কয়েক হাজার বিঘা জমি ও শতাধিক নার্সারি পানিতে তলিয়ে গেছে।বাড়ির উঠানেও উঠেছে পানি।দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
আইয়ান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন,তারা যখন জুট মিলস শুরু করেছিলেন তখন জলাবদ্ধতা হইনি এখন অন্য কেউ বাধ দেওয়ার কারনে এমনটা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলছেন,পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা চায় প্রশাসনের সহযোগিতায় স্থায়ী সমাধান।



























