৫৮০ টাকায় গরুর মাংস

- আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বাজারে সব নিত্য পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজানে কিছুটা স্বস্তি দিচ্ছেন বগুড়ার এক মাংস বিক্রেতা। সব এলাকায় গরুর মাংসের কেজি ৭০০ টাকায় বিক্রি হলেও তিনি বিক্রি করছেন ৫৮০ টাকায়। মাংস কিনতে সেখানে প্রতিদিন ভিড় করছেন হাজারও
মানুষ।
বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার পূর্বে গাবতলীর নশিপুর ইউনিয়নের কদমতলী মোড়। নজরুল ইসলাম কালু নামে একজন মাত্র ৫৮০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন। ক্রেতাদের সামনেই সুস্থ্য, মোটা তাজা গরু জবাই করে চাহিদা মতো সরবরাহ করছেন। প্রতিদিন কমপক্ষে ছয়টি আর শুক্রবার ১০ টির বেশি গরু জবাই হচ্ছে।
কম দাম হওয়ায় প্রতিদিন ভোর থেকেই মানুষের ভিড়। শহর থেকেও আসছেন শত শত মানুষ। আগুন ঝড়া বাজারে কম দামে মাংস কিনতে পেরে খুশি সবাই। অল্প আয়ের মানুষও মাংসের স্বাদ নিতে পারছেন।
কম লাভ করার কারণেই কম দামে মাংস বিক্রি করা যাচ্ছে বলে জানান এই বিক্রেতা।
শুধু মাংস নয়, সব পণ্যেই নজরুল ইসলাম কালুর মতো এমন দৃষ্টান্ত তৈরি হোক এমনটাই প্রত্যাশা সবার।