৫৫ বছরের শিরোপা খরা কাটানো আর হলোনা ইংল্যান্ডের

- আপডেট সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ইংল্যান্ডের। ৫৫ বছরের শিরোপা খরা কাটানো আর হলোনা। এক মিনিট ৫৭ সেকেন্ডের মাথায় লুক শয়ের গোলে দুর্দান্ত শুরু পেয়েও পথ হারাল ইংলিশরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ইতালি। পেনাল্টি শুট আউটে রবের্তো মানচিনির দলের নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। গোল্ডেন বুট জিতেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃথা গেল ওয়েম্বলির ৬০ হাজার দর্শকের প্রার্থনা। আরো একবার ব্যর্থ মনোরথে ফিরলো ইংল্যান্ড।
আন্তর্জাতিক মহলে ৫৫ বছরের শিরোপা খরা আরো দীর্ঘয়িত হলো ইংলিশদের ইতালির কাছে টাইব্রেকে হেরে। পার্থক্য গড়ে দিলেন গোল রক্ষক জিয়ানলুইজ দোনারুম্মা। পাঁচ পেনাল্টির তিনটি ঠেকিয়ে ইতালির জয়ের নায়ক। ইটস কামিং টু রোম-এই শ্লোগান সত্যি করে ইউরোপ সেরার মুকুট পরলো টানা ৩৪ অপরাজিত থাকা ইতালি।
অথচ চকমের ফাইনালে স্বপ্নের শুরুটা ইংল্যান্ডের। ম্যাচে কোন কিছুই বোঝে ওঠার আগেই ইতালি স্তব্ধকে দেয় স্বাগতিক শিবির। ২ মিনিটে ত্রিপায়ের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন লুক শো। ওয়েম্বলিতে ৬০ হাজার দর্শকের বাঁধ ভাঙ্গা উল্লাস।
স্বাগতিকদের শুরুর চমকে উত্তেজনা ছড়ায় ম্যাচ। ৩৫ মিনিটে ম্যাচে প্রথম আক্রমাণে ইতালি। তবে, ফেদেরিকো কিয়েসার শট চলে যায় গোলবারের পাশ দিয়ে। এক মিনিট পর কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড। কিন্তু লুক শো’র বাড়ানোর বলের নাগাল পাননি কেইন-স্টার্লিংকরা।
প্রথমার্ধের পরের সময়টায় ক্ষণে ক্ষণে আক্রমণে সাজিয়েছে দু’দল। তবে, ডিফেন্স দক্ষতায় বেস্তে গেছে সব। তাতে অপরিবর্তিত স্কোর বোর্ড নিয়ে বিরতিতে যেতে হয়েছে ইংল্যান্ড-ইতালিকে।
৪৮ মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হন রাহিম স্টার্লিং। পেনাল্টির আবেদন ইংল্যান্ডের তবে, সাড়া দেননি রেফারি।
৫১ মিনিটে লরেঞ্জোর ফ্রি-কিক কাপন ধরিয়ছিলো ইংল্যান্ড শিবিরে। ৫৭ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন নাপোলি ফরোয়ার্ড। কিন্তু বাধার দেয়াল ইংলিশ গোল রক্ষক।
৬২ মিনিটে আবারও ইতালিকে হতাশা ডুবান জর্দান পিকফর্ড। কিয়েসার বুলেট গতির শট রুখে দিয়ে।
তবে, ৬৭ মিনিটে আজ্জুরিতে আর নিরাশ হতে হয়নি। কর্ণার থেকে পাওয়া বলে ভেরাত্তি শট গোলবারে লেগে ফিরলে ফিরতি শটে জালে জড়ান বোনুচ্চি। স্কোর ১-১ সমতা।
ইতালির হিট এন্ড রান ফুটবল অব্যাহত ছিলো পরের সময়টাতেও। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে হয়েছে আজ্জুরিদের। একই দশা ইংল্যান্ডেরও। তাতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে।
যেখানেও নিষ্পতি হয়নি, ৯০ মিনিটের পর অতিরিক্ত ত্রিশ মিনিটে ১-১ গোলের সমতা। ফলে টাইব্রেকে গড়ায় ম্যাচ।
সব রোমাঞ্চ আর উত্তেজনা যেন জমাট ছিলো টাইব্রেককে ঘিরে। আন্দ্রেয়া ভেরাত্তি শট আটকে প্রথমেই চমকে দিয়েছিলেন ইংল্যান্ড গোলরক্ষক। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি ইংল্যান্ড। শাকার শট আটকে নায়ক দোনারুম্মা। ফুটবল গোয়িং টু রোম।