৫২’র ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
৫২’র ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। রিজভী বলেন, বর্তমানে মাফিয়া চক্রের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়াসহ হামলা করা হচ্ছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্যেও বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে ।

















