৫০ বছরেও জনগণের লক্ষ্য পূরণ হয়নি : মন্তব্য ফখরুলের

- আপডেট সময় : ০৯:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিজয়ের ৫০ বছরেও জনগণের লক্ষ্য পূরণ হয়নি। তাই আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান সংগ্রামের মধ্য দিয়ে জাতির সব অর্জন, আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে বলে দাবি করেন তিনি। সুবর্নজয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।
বিজয়ের ৫০ বছর পূর্তিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর, নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে সাধারণ মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানায় সামাজিক,রাজনৈতিক পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।
বৃহস্পতিবার সকালে বাংলার সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে, গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্খা আজ ভূ-লুন্ঠিত।
এরপর, শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শীর্ষ স্থানীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল।
এ সময় সাংবাদকর্মীদের মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সব অর্জন কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।