৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীসহ এক তরুণীর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৮:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নেত্রকোনার বারহাট্টায় মনি আক্তার নামে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীসহ ও ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রোকসানা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনার পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনি আক্তার সকাল থেকে নিখোঁজ ছিল। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা লামাপাড়া গ্রামের একটি জংগলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রোকসানা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোকসানার সাথে কুশমাইল গ্রামের বসু মিয়ার ছেলে আরিফের ৪ বছর আগে বিয়ে হয়। সংসারে বনিবনা না হওয়ায় ৩ মাস আগে তালাকের মাধ্যমে রোকসানাকে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে নিয়ে আসা হয়। তালাক দেয়ার পরও মাঝেমধ্যেই আরিফ তার খোঁজখবর নিতো ও মোবাইলে কথা বলতো। বৃহস্পতিবার রাতে রোকসানা নিখোঁজ হয়। পরদিন শুক্রবার বাড়ীর পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।