৪ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের বন্দর এলাকায়। প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রায় ৩শ’ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে ভারতে যায় ১শ থেকে ১৫০টি রপ্তানি পণ্যবাহী ট্রাক। বেনাপোল কর্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুল রহমান মামুন জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানী রফতানী বন্ধ ছিল। সকাল থেকে সচল হয়েছে আমদানী রফতানী বাণিজ্য।






















