৪৮টি চেকসহ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা ও গাড়ি চালককে গ্রেফতার

- আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
করোনা টেস্ট জালিয়াতির আরেক হোতা সাহেদের সই করা ৪৮টি চেকসহ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা ও গাড়ি চালককে গ্রেফতার করেছে রেব।
গতরাতে সাভারের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সিল-স্বাক্ষরিত চেক বইসহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াসউদ্দিন জালালী এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, উত্তরা গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিংয়ের নামে ডাচ-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই, ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওদিকে, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের মাধ্যমে যারা প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনি সহায়তার জন্য রেব সদর দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য হটলাইন চালু করা হয়েছে। রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ বর্তমানে ১০ দিনের রিমান্ডে রয়েছে।