৩৯ জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দ্বিতীয় ধাপে ৩৯ জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আগামী ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এ সমাবেশ হবে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দলের স্থায়ী কমিটির সভায় এ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়। বিভাগীয় জেলাগুলোর সমাবেশস্থল মহানগরীর বাইরে করা হবে। এর আগে একই দাবিতে ৩২ জেলায় সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই-তিনটি ছাড়া প্রায় সব জেলাতেই সমাবেশ হয়েছে।