৩৩টি নদী স্বাভাবিক নাব্যতা হারিয়ে মরাখালে পরিণত হতে চলেছে

- আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে পর্যাপ্ত পানির অভাবে ৩৩টি নদী স্বাভাবিক নাব্যতা হারিয়ে মরাখালে পরিণত হতে চলেছে। উজান থেকে বেয়ে আসা নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় জেলার কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যে বিরুপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এক সময়ের খরস্রোতে করতোয়া নদীর বুকে চাষ হচ্ছে ইরি ও বোরোর আবাদ।
দেশের উত্তরের প্রবেশ মুখ পঞ্চগড়। জেলার করতোয়া, মহানন্দা, তালমা, ডাহুক, চাওয়াই, বেরং নদীতে পানির স্বাভাবিক প্রবাহ কমে গেছে। এতে নদীগুলো স্বাভাবিক নাব্যতা হারিয়ে ফেলেছে।
নদীতে পানির প্রবাহ না থাকায় উজান থেকে এখন আর বেয়ে আসেনা নুড়ি পাথর। আর এতেই কাজ হারিয়েছে জেলার অসংখ্য পাথর শ্রমিক।
পানির প্রবাহ কমে আসায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তি হতে চলেছে। জেলার নদ-নদীগুলোতে পানি শুন্যতার কারণে স্থানীয় জেলেরাও আগের মতো মাছ শিকার করতে পারছেনা বলে জানান স্থানীয় জেলেরা।
নদীতে পানির স্তর নেমে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকা গুলোতে চাষাবাদও ভালো হচ্ছেনা বলে জানান স্থানীয় চাষীরা।
বর্ষা মৌসুমে পানির গতি প্রকৃতি পরিবর্তন ও নদীর তলদেশ ক্ষয় না হওয়ায় নদী গুলো ভরাট হয়ে নাব্যতা হারিয়েছেন বলে জানান এ ভ’তত্ত্ববিদ।
নদীগুলোর নাব্যতা ফেরাতে ২৪৪ দশমিক ২০ কি.মি. নদী খননের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড।
জেলার প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে নদীগুলোর স্বাভাবিক পানির প্রবাহ ফেরাতে এখনই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।