২৫ মার্চ এক মিনিটের জন্য আলো নিভিয়ে পালন করা হবে ব্লাক আউট কর্মসূচি

- আপডেট সময় : ০৯:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আগামী ২৫ মার্চ এক মিনিটের জন্য আলো নিভিয়ে পালন করা হবে ব্লাক আউট কর্মসূচি। সেদিন রাত ৯টা থেকে এক মিনিট অন্ধকারাচ্ছন্ন হবে বাংলাদেশ। ২৫ মার্চ কালরাত্রিকে স্মরণ করতেই এমন কর্মসুচি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া মহান স্বাধীনতা দিবসের সব বড় কর্মসুচিও বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব জানান।
আসছে ২৫ মার্চ গণহত্যা দিবস আর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা জাতি। তবে এবার উদ্ভুত করোনা পরিস্থিতিতে বড় কোনো জমায়েত বা অনুষ্ঠানের দিকে যাচ্ছে না সরকার। কীভাবে পালন হবে এই দুটি দিবস, তা নির্ধারনে আইন শৃঙ্খলা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্লাক আউটের এ সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সীমিত আকারে করা হবে। অনুষ্ঠান শেষে প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ম গ্রেড থেকে নিচের গ্রেডের প্রায় ১ হাজার কর্মচারীর রেশন কার্ড উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল।